উইকেটরক্ষক মুশফিকুর রহিম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে চিটাগং ভাইকিংসের 'আইকন' খেলোয়াড়ই নন পেয়েছেন অধিনায়কের দায়িত্বও।
এর আগে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেট রক্ষক ও ব্যাটসম্যান মুশফিক। কিন্তু দলের বাজে পারফরম্যান্সের কারণে তাকে অধিনায়কের আসন থেকে অপসারিত করে সহ-অধিনায়কের দায়িত্ব দেয় দলটি।
রাজশাহী কিংস ছেড়ে দেওয়ায় মুশি বিপিএলের নিলামে ওঠার আগেই ‘আইকন’ হিসেবে দল পেয়ে গিয়েছিলেন। মুশফিককে এই সম্মান দেওয়া চিটাগং ভাইকিংস এবার আস্থার হাত আরও প্রসারিত করল। মুশফিককে অধিনায়কও বানাল ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে পেয়ে বেশ খুশি ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী, ‘এ বছর আমাদের দলটা দুর্দান্ত হয়েছে। মুশফিক, (লুক) রনকি, সিকান্দার রাজা, ডেলপোর্টের মতো অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমরা মুশফিককে অধিনায়ক হিসেবে পেয়ে ভীষণ খুশি। আশা করি এই মৌসুমটা আমাদের দুর্দান্তই কাটবে।’
সাতটি দলের অংশগ্রহণে ৫ জানুয়ারি মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের এই জাকজমক টুর্নামেন্টটি। সাত দলের জন্য মোট সাতজন খেলোয়াড়কে 'আইকন' করা হয়েছে।
রংপুর রাইডার্সের 'আইকন' হিসেবে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়ানসের আইকন তামিম ইকবাল, খুলনা টাইটানসের মাহমুদুল্লাহ রিয়াদ, রাজশাহী কিংসের মুস্তাফিজুর রহমান এবং সিলেট সিক্সার্সের আইকন লিটন দাস।
৫ জানুয়ারি থেকে শুরু বিপিএলের উদ্বোধনী ম্যাচেই চিটাগং মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের।
January 30, 2019
Sylhet Sixers v Rajshahi Kings